images

আন্তর্জাতিক

সামরিক শক্তিতে ১৪৫ দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

সামরিক শক্তিতে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম স্থানে রয়েছে। ২০২৩ সালে বার্ষিক গ্লোবাল ফায়ারপাওয়ার-এর প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

ওই প্রতিবেদন অনুসারে বাংলাদেশ দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। যে সকল দেশ দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে তাদের মধ্যে বাংলাদেশ ১২তম।

গ্লোবাল ফায়ারপাওয়ার-এর প্রতিবেদনে করা হয় বর্তমান বিশ্বের (বিভিন্ন দেশের) সামরিক শক্তির বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে। এছাড়া কোন দেশ তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে তার চিত্রও তুলে ধরা হয়। এরপর এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন দেশের তালিকা প্রস্তুত করা হয়।

২০২৩ সালে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে এমন ৫৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে।

এবার সামরিক শক্তির সূচকে বাংলাদেশের স্কোর হচ্ছে ০.৫৮৭১। ২০২৩ সালের ৫ জানুয়ারি তারিখ পর্যন্ত বিভিন্ন সামরিক তথ্য পর্যালোচনা করে এমন স্কোর দেওয়া হয়েছে।

ইতোমধ্যে রুশ-ইউক্রেনীয় যুদ্ধের পটভূমিতে ১৪৫ দেশের মধ্যে ইউক্রেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে ১৫তম স্থানে রয়েছে। এর আগে ২০২২ সালে সামরিক শক্তির দিক দিয়ে ইউক্রেন ছিলো ২২তম রাষ্ট্র। অন্যদিকে রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজের স্থান প্রতিষ্ঠিত করেছে।

এবার গ্লোবাল ফায়ারপাওয়ার-এর প্রতিবেদনে বর্তমান বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তিকে পর্যালোচনার জন্য বিবেচনা করা হয়েছে।

মূলত, একটি দীর্ঘায়িত আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে প্রতিটি দেশকে মূল্যায়ন করা হয়েছে।

সূত্র : গ্লোবাল ফায়ারপাওয়ার

এমইউ

এমইউ