images

আন্তর্জাতিক

তুরস্কের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গ্রিস ভীত: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০২২, ০২:০২ পিএম

তুরস্কের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে গ্রিস ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, গ্রিস যদি এজিয়ান দ্বীপপুঞ্জকে সশস্ত্র করার প্রক্রিয়া অব্যাহত রাখে, তবে আঙ্কারা অলস বসে থাকবে না।

সোমবার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, এরদোয়ান বলেছেন যে এখন আমরা আমাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করেছি। অবশ্যই এ ক্ষেপণাস্ত্র উত্পাদন গ্রিকদের ভীত-সন্ত্রস্ত করছে। আপনি যখন টাইফুন (নামের ক্ষেপণাস্ত্র) বলেন, তখন গ্রিকরা ভয় পায়। তারা (গ্রিস) বলে যে এটা এথেন্সে আঘাত করবে। হ্যা, অবশ্যই এটা সেখানে আঘাত হানবে।

তুরস্কের উত্তর স্যামসুন প্রদেশে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনারা বিভিন্ন স্থান থেকে কিছু (অস্ত্র) কেনার চেষ্টা করছেন। এরপর আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম এনে (তুরস্কের কাছে অবস্থিত) এজিয়ান দ্বীপপুঞ্জকে সশস্ত্র করার প্রক্রিয়া অব্যাহত রাখছেন। এসব করার পর তুরস্কের মতো দেশ নীরব দর্শক হয়ে বসে থাকবে না। তাদেরকেও পদক্ষেপ নিতে হবে।’

অক্টোবর মাসে কৃষ্ণ সাগরের ওপরে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফুনের পরীক্ষা-নিরীক্ষা চালায় তুরস্ক। এ ক্ষেপণাস্ত্রটি তুর্কিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। তাইফুন ক্ষেপণাস্ত্র দিয়ে ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়।

তুরস্ক ৭০ বছরেরও বেশি সময় ধরে ন্যাটো সামরিক জোটের সদস্য। সাম্প্রতিক মাসগুলোতে তারা গ্রিসের বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাকবিতণ্ডার বিষয়ে অভিযোগ করছেন। 

সূত্র : ইয়েনি শাফাক

এমইউ