images

আন্তর্জাতিক

দুই মাস যেখানে ডোবে না সূর্য

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

কথায় আছে, রাত ফুরালেই দিন আসবে। কিন্তু পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে রাতই আসে না! যেখানে মাসের পর মাস শুধুই দিন!

পৃথিবীর সে এক অদ্ভুত প্রান্তর। যে প্রান্তরে সূর্যের ঘুম আসে না টানা দুই মাস। চোখ খুলে চেয়েই থাকে একভাবে। মাঝে মাঝে ঢুলে যায় বটে, কিন্তু ঘুমায় না।

পৃথিবীর উত্তর গোলার্ধের দেশ নরওয়ে। ৬০ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন-জুলাই মিলিয়ে দু’মাস সবসময় দিনের আলো থাকে। অর্থাৎ এ সময়ে এখানে সূর্য অস্ত যায় না। এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধুলির আলো দেখা যায় সারারাত।
 
‘অজানা পৃথিবী’ নামে একটি পেজ ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করেছে। যেখানে একটি গোলকের উপর সূর্যের গতি দেখিয়ে বোঝানো হয়েছে উত্তর গোলার্ধের সেই রাতহীন সময়কে। অজস্র মানুষ দেখেছেন সেই ভিডিও।

গরমকালে উত্তর গোলার্ধের এই জেগে থাকা সূর্যকে বলা হয় ‘মধ্যরাতের সূর্য’।

সূত্র: দ্য ওয়াল

একে