images

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রুশ নৌবাহিনী 

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২২, ১০:১৭ পিএম

ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ নৌবাহিনী। বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে। সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বলেছেন যে সকালের দিকে ওই ইউক্রেনীয় ড্রোন হামলা হয়।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ওই বন্দরের ওপর বেশ কয়েকবার ইউক্রেনের সেনারা হামলা চালানোর চেষ্টা করেছে। 

ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপোল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য মস্কো ও সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপোল শহর একই মর্যাদার অধিকারী এবং এটাও গভর্নর শাসিত শহর।

আজ সকালে টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মাধ্যমে ওই শহরের গভর্নর রাজভোঝায়েভ জানান, আজ সকালে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর সাগরের ওপর একটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূ-পাতিত করেছে।

তিনি রুশ সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন, তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছে।

সূত্র : ফ্রান্স-২৪, প্রেস টিভি 

এমইউ