images

আন্তর্জাতিক

জাতীয় পরিচয়পত্র দিয়েই সৌদি থেকে যাওয়া যাবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

সৌদি আরবের পাসপোর্ট ডিরেক্টরেট জেনারেল (জাওয়াজাত) স্পষ্ট করেছে যে সৌদি নাগরিক এবং প্রবাসীরা এখন তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং হায়া ফ্যান কার্ড ছাড়াই কাতার ভ্রমণ করতে পারবেন।

সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) রাজ্যের নাগরিকদের পাশাপাশি জিসিসিতে থাকা প্রবাসীরাও এই সুযোগ পাবেন।

সৌদি থাকা যারা বিশ্বকাপের টিকিট ছাড়াই কাতার ভ্রমণ করতে চান তাদের জন্য হায়া ফ্যান কার্ড পাওয়ার প্রয়োজনীয়তা বাতিল করেছে।

জাওয়াজাত নিশ্চিত করেছে যে সৌদি এবং জিসিসি নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাতার ভ্রমণ করতে পারেন। তবে যারা বিশ্বকাপের খেলা স্টেডিয়ামে বসে দেখতে চান তাদেরকে অবশ্যই হায়া ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

জাওয়াজাতের পূর্ববর্তী ঘোষণা অনুসারে, শুধুমাত্র বিশ্বকাপ হায়া কার্ডধারীদেরকে সৌদি আরব থেকে কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

একে