images

আন্তর্জাতিক

লোহিত সাগরের নিচে মৃত উপত্যকা, কী ঘটে সেখানে?

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০২২, ০১:২৯ পিএম

লোহিত সাগরের নিচে সন্ধান মিলেছে মৃত উপত্যকার। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৭ কিলমিটার নিচে এই উপত্যকার হদিশ পেয়েছেন। 

বিজ্ঞানীরা বলছেন, লোহিত সাগরের এই অংশে লবণের মাত্রা অত্যধিক বেশি এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে সবসময়।

এই মৃত উপত্যকার নাম ব্রাইন পুল। পৃথিবীর সবচেয়ে মারাত্মক জায়গা। যেকোনও প্রাণ নিমেষের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এর মত ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে কমই আছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের উপত্যকার আবিষ্কার পৃথিবীতে সমুদ্রের গোড়ার দিকের তথ্য পেতে সাহায্য করবে।

deadly-pool-found-at-the-bottom-of-red-sea

গত আগস্টে ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাট্মসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু গর্তের সন্ধান পায়। তারা এসব গর্তের অনেক ছবি প্রকাশ করেছে। পৃথিবীর মানুষ এসব গর্ত সম্পর্কে কিছু জানেন কি না তা জানতে চেয়েছে সংস্থাটি।

সংস্থাটি প্রাথমিকভাবে বলেছে যে এই গর্তগুলোকে দেখে মনে হচ্ছে মানুষেরই করা। তারা হয়ত কোনও কিছুর উদ্দেশে খননকার্য চালিয়েছিলেন সেখানে। 

বিশাল পৃথিবীর বেশীরভাগ অংশ আজও আমাদের অজানা। মহাকাশ থেকে সমুদ্র, বিশাল অজানার গভীরে ডুব দিয়ে খোঁজ করার কোনও শেষ নেই মানুষের।

সূত্র: দ্য ওয়াল

একে