images

আন্তর্জাতিক

আসিম সেনাপ্রধান হওয়ায় ইস্তফা চাইলেন সাবেক আইএসআই প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

জেনারেল আসিম মুনির পাকিস্তানের নতুন সেনাপ্রধান হওয়ার পর ইস্তফা চেয়েছেন ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাবেক প্রধান ফয়েজ হামিদ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে যে, তাড়াতাড়ি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ফয়েজ হামিদ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ফয়েজ হামিদকে আইএসআই প্রধান হিসেবে নিয়োগ করেন। ২০২৩ সালের এপ্রিলে তার অবসর নেওয়ার কথা ছিল। 

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে যে, ফয়েজ হামিদ দ্রুত অবসর নেওয়ার সিদ্ধান্ত নিন। বর্তমানে তিনি বাহাওয়ালপুর কর্পস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামিদের পদত্যাগ কর্তৃপক্ষ ইতোমধ্যেই গ্রহণ করেছে। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা অস্বীকারও করেনি।

পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি (সিজেসিএসসি) এবং পরবর্তী সেনাপ্রধানের পদের জন্য বিবেচিত ছয় জেনারেলের মধ্যে হামিদ ছিলেন।

খবরে বলা হয়েছে, তার অবসরের কারণ হতে পারে পাকিস্তানে উভয় পদেই তাকে উপেক্ষা করা হয়েছিল। 
পাকিস্তান সরকার জেনারেল আসিম মুনিরকে সেনাপ্রধান এবং জেনারেল সাহির শামশাদকে সিজেসিএসসি নিয়োগ করেছে।

একে