images

আন্তর্জাতিক

বেড়েই চলেছে রিজার্ভ, নিষেধাজ্ঞার পরও স্বস্তিতে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২২, ০৮:০২ পিএম

আরও বেড়েছে রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অক্টোবর মাসের দেশটি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাড়ে ৬০০ কোটি ডলার বাড়িয়েছে। এটি মোট রিজার্ভের শতকরা ১.২ ভাগ বৃদ্ধি।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, মস্কোর হাতে এখন ৫৪ হাজার ৭০০ কোটি ডলারের রিজার্ভ রয়েছে। পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করে যখন রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে তখন মস্কো এমন তথ্য জানাল। 

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসে সাড়ে ৬০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ যোগ হয়েছে। বাজার পরিস্থিতি ইতিবাচক হওয়ার কারণে সেটি সম্ভব হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এরপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে যা রাশিয়ার মোট বৈদেশিক রিজার্ভের প্রায় অর্ধেক। 

রাশিয়ার বর্তমান রিজার্ভে বিরাট অংশ স্বর্ণ ও চীনা মুদ্রা ইউয়ান রয়েছে।

রাশিয়ান অর্থ মন্ত্রণালয় বলেছে যে, দেশটি প্রচুর রিজার্ভের কারণে নিষেধাজ্ঞা মোকাবেলা করতে সক্ষম হবে।

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা রুবলে আমদানি-রফতানি করার চেষ্টা করছে রাশিয়া। ইউরোপের যেসব দেশ রুশ গ্যাসের ওপর নির্ভরশীর তাদেরকে রুবলে অ্যাকাউন্ট খুলতে বাধ্য করা হয়েছে। ভারতসহ বিভিন্ন দেশে তেল বিক্রি বাড়িয়েছে রাশিয়া। দাম কম হলেও প্রচুর পরিমাণে বিক্রি করায় তাতেও বিপুল অঙ্কের লাভের মুখ দেখছে মস্কো।

সূত্র: আরটি

একে