images

আন্তর্জাতিক

বিদেশিদের জমি কেনার অনুমতি দিতে যাচ্ছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

images

থাইল্যান্ড এমন একটি নীতি প্রত্যাহার করছে যেটি বিদেশিদের জমি কিনতে বাধা দিত। এই নীতি প্রত্যাহার করা হলে সীমিত আকারে দেশটিতে জমি কিনতে পারবেন বিদেশিরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) এই পরিকল্পনার বিরুদ্ধে জনসাধারণের প্রতিক্রিয়ার পর একজন সরকারি কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়ার

এই বছরের শুরুর দিকে থাই সরকার বিদেশ থেকে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করে। এর ফলে কোনো বিদেশি যদি তিন বছরের জন্য থাইল্যান্ডে সিকিউরিটিজ বা বন্ডে কমপক্ষে ৪০ মিলিয়ন বাথ (১.০৭ মিলিয়ন ডলার) বিনিয়োগ করে তাহলে ০.১৬ হেক্টর জমি কিনতে পারবে।

তবে সমালোচকরা বলছেন যে, জমি কেনার জন্য বিদেশিদের বিনিয়োগের পরিমাণ অনেক কম। এই নীতির ফলে সম্পত্তির দাম অনেকটা বেড়ে যাবে। 

সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইসরি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি প্রত্যাহার করেছে। সব পক্ষের মতামত শোনার জন্য যাতে এটি ব্যাপক হয়।'

স্বরাষ্ট্রমন্ত্রী অনুপং পাওচিন্দা বিষয়টিকে 'একটি সূক্ষ্ম বিষয়' বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে সুবিধা এবং অসুবিধাগুলো যাছাই করার জন্য একটি গবেষণা প্রয়োজন।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ধনী বিদেশিদের ও দক্ষ পেশাদারদের দীর্ঘমেয়াদি ভিসা প্রদান ও আয়করে ছাড়সহ নানা সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই বছর ৩.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এবং কয়েক দশক ধরে পশ্চিমা প্রবাসী, ব্যবসা এবং অবসরপ্রাপ্তদের জন্য এশিয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।

একে