আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ০১:৩১ পিএম
কাতারের অনুরোধে নভেম্বরে ফুটবল বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা প্রদানে ছয় মাসের জন্য সেনা পাঠাবে তুরস্ক। এমন একটি প্রস্তাব তুর্কি সংসদে তোলা হয়। সেই প্রস্তাব অনুমোদন করেছে তুরস্কের সংসদ।
বুধবার একটি স্মারকলিপিতে বলা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন হুমকি, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কাজ করবে তুর্কি সেনারা। খবর টিআরটির
স্মারকলিপিতে আরও বলা হয়েছে যে, টাস্কের অংশ হিসাবে মোতায়েন করা তুর্কি সশস্ত্র বাহিনীর সদস্য ও সরঞ্জাম কাতারের জাতীয় কমান্ডের অধীনে থাকবে।
টুর্নামেন্ট চলাকালীন কাতারের নিরাপত্তায় তুরস্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং পাকিস্তানও সামরিক সহায়তা দেবে।
২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে কাতারে। সেখানে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম হবে, এমন আশা করা হচ্ছে। আর টিকিটের চাহিদাও তুঙ্গে।
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যেহেতু কাতারের নিজস্ব বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, তাই তারা অনেক দেশের কাছে সাহায্য চেয়েছে। এতে সম্মত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও।
একে