images

আন্তর্জাতিক

প্রতিমা বিসর্জনে গিয়ে জলপাইগুড়িতে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২২, ১২:৪২ এএম

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বিপর্যয়। হঠাত্‍ জলস্রোত বেড়ে গিয়ে বড়সড় বিপত্তি জলপাইগুড়ি জেলার মালবাজারে। মাল নদীতে হঠাৎ আসা বানে ভেসে গেলেন ঠাকুর ভাসান দিতে আসা অনেক মানুষ। ওই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। মাঝ নদীতে চরে আটকে রয়েছে অনেকে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আটকা পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আচমকা পাহাড় থেকে পানি নেমে এসে এই ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, অন্তত ২০-২৫ জন নিখোঁজ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সাত জনের মৃত্যু হয়েছে। ৪০ জনের মতো নদীর একটি আইল্যান্ডে আটকে রয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। ১১ জলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

/একেবি/