images

আন্তর্জাতিক

ঝড়ে ধ্বংস কানাডার প্রাকৃতিক বিস্ময়

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ পিএম

সম্প্রতি কানাডার পূর্বাঞ্চলে আঘাত হানে হারিকেন ফিওনা। এতে কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছে দেশটির কয়েকটি প্রাকৃতিক বিস্ময়কর দৃশ্য। এর মধ্যে একটি হলো বড় বেলেপাথর এবং অপরটি একটি নির্জন কয়েকশ বছরের বৃক্ষ।

পূর্ব কানাডার সামুদ্রিক প্রদেশগুলোর একটি প্রিন্স এডওয়ার্ড দ্বীপের আইকন হিসেবে দেখা হতো উপকূলে থাকা একটি বিশাল বেলেপাথরকে। 'টিকাপ রক' হিসেবে খ্যাত পাথরটি অনেকটা পাত্রে চায়ের কাপ থাকার মতো অবস্থায় ছিল। ফিওনার আঘাতে সেটি ভেঙে পড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি বৃহৎ পাথরখণ্ড সাগরের ছোট ছোট ঢেউয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি চায়ের কাপ আকারে পরিণত হয়েছিল।

কিন্তু এখন প্রদেশের সবচেয়ে আলোকিত স্থানগুলোর মধ্যে একটি হারিয়ে গেছে। ঝড়ের পর থেকে তোলা ছবিতে দেখা যায় যে, টিকাপ রক ঝড়ে ভেসে গেছে, শুধুমাত্র সমতল শিলাটি অবশিষ্ট রয়েছে।

এছাড়া নোভা স্কোটিয়া প্রদেশের সবচেয়ে পরিচিত মহাসড়কের পাশে থাকা নির্জন গাছটিও এখন আর নেই। কয়েকশ বছর নির্জনে দাঁড়িয়ে থাকা গাছটি ফিওনার আঘাতে ভেঙে পড়েছে। 

এই গাছটি প্রদেশের স্বীকৃত ল্যান্ডমার্ক না হলেও পর্যটকদের কাছে খুবই পরিচিত ছিল। বহু মানুষ এই নির্জন গাছের মধ্যে নোভা স্কোটিয়াকে দেখতে পেতেন।

এই দুই প্রাকৃতিক বিস্ময় হারিয়ে দুঃখ পেয়েছেন কানাডার হাজার হাজার মানুষ। বহু মানুষ এই স্থানে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তারা সেসব স্মৃতি সামাজিক মাধ্যমে তুলে ধরছেন। 

সূত্র: সিটিভি

একে