images

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৫.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ পিএম

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএনএস সায়েন্স জানিয়েছে যে এটা স্থানীয় সময় ৯টা ৭ মিনিটে আঘাত হানে। এটা ফরাসি গিরিপথের ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে প্রায় ৫১ কিলোমিটার গভীরে আঘাত হানে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চলের ৪৩ হাজারের বেশি বাসিন্দা ভূমিকম্পের এ শকওয়েভ বা কম্পন অনুভব করেছিলেন।

দেশটির ওয়েলিংটন শহরের ফায়ার সার্ভিস (ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি) বিভাগের এক মুখপাত্রও এ ভূমিকম্পটি অনুভব করেন। তিনি বলেন, ‘প্রথমে এটা খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং তারপরে এটা ধীরে ধীরে শান্ত হয়।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি মাত্র এক মিনিট স্থায়ী হয়েছিল।

নিউজটক জেডবি-কে লোয়ার হাট এলাকার বাসিন্দা বার্নিস বলেছেন, ‘এ ভূমিকম্পটি প্রথমে কিছুটা ভয়াবহ ছিলো, তবে এখন তা শেষ হয়ে গেছে ‘

ওয়াংগানুই ক্রনিকল-এর সু ডুডম্যান তার প্রতিবেদনে জানিয়েছেন, এ ভূমিকম্পের কারণে শহরে অনেক গোলমাল ও হট্টগোল হয়েছিল।

ভূমিকম্প শনাক্ত করার প্রতিষ্ঠান জিওনেট জানিয়েছে, এ ভূমিকম্পটি ২২৫ কি.মি. গভীরে উৎপত্তি হয়েছে। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের কম্পন দুর্বল ছিলো।

ভূমিকম্পটি নিউজিল্যান্ডের ওপোটিকি, তৌরাঙ্গা, তে অরোহা, তে কাহা, টেমস, হোয়াকারি/হোয়াইট আইল্যান্ড, ওয়াকাটানে, ওয়াঙ্গামাতা, হুইটিয়াঙ্গা এবং আশেপাশের এলাকায় অনুভূত হতে পারে।

সূত্র : নিউজ ডটকম এইউ

এমইউ