images

আন্তর্জাতিক

মন্দিরের দখল নিতে সাধুদের সংঘর্ষ অযোধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২২, ১২:৩২ পিএম

মন্দিরের দখল ঘিরে সাধুদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছের ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়। বৃহস্পতিবার ভোরে নরসিংহ মন্দির চত্বরে ওই সংঘর্ষের সময় বোমা ফেলা হয়েছে বলেও জানা গেছে।

অযোধ্যা কোতোয়ালি থানা জানিয়েছে, নরসিংহ মন্দিরের আয়ের ভাগবাঁটোয়ারা নিয়ে গত দু’মাস ধরে পরিচালন সমিতির দু’গোষ্ঠীর বিবাদ চলছিল। বৃহস্পতিবার ভোরে সেই বিবাদের জেরেই সংঘর্ষ বাধে। তাতে জড়িয়ে পড়েন মন্দিরের মহন্ত, পুরোহিত এবং সাধুদের অনেকে। 

স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টা নাগাদ গোলমাল শুরু হওয়ার পর মন্দির চত্বর থেকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যা সম্ভবত বোমার।

কোতোয়ালি থানার সার্কল ইনস্পেক্টর রাজেশ তিওয়ারি অবশ্য বোমাবাজির খবর অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শক্তিশালী পটকা জাতীয় কিছু ফাটানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়েই পুলিশকর্মীরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিবদমান কোনো পক্ষই এখনও থানায় এফআইআর করেনি।’

সূত্র: আনন্দবাজার

একে