images

আন্তর্জাতিক

ফের রাশিয়ার তেল-গ্যাস আমদানি শুরু জাপানের 

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২২, ০৮:৪৮ এএম

ফের রাশিয়া থেকে অপরিশোধিত তেলসহ অন্যান্য জ্বালানি আমদানি শুরু করেছে জাপান। জুলাই মাস থেকে এই আমদানি শুরু হয়েছে বলে বুধবার জানিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে। এরপরই জাপান রাশিয়া থেকে তেল আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনে। এক প্রতিবেদনে একথা জানিয়েছে আরটি।

তেল আমদানি শুরু করলেও এর সঠিক প্রমাণ প্রকাশ করেনি জাপানের অর্থ মন্ত্রণালয়। তবে তারা জানিয়েছে, জুলাই মাসে রাশিয়া থেকে তেল আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬৫.৪ শতাংশ কম ছিল। রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিমাণও জুলাই ২০২১ এর তুলনায় ২৬.১ শতাংশ কমেছে, কয়লা আমদানি কমেছে ৪০.১ শতাংশ।

তবে পরিমাণ কম হলেও আগের বছরের তুলনায় দাম বাড়ায় জাপানে রাশিয়ান জ্বালানী রপ্তানির মূল্য ৪৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মে মাসে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী কোইচি হাগিউদা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, টোকিও ধীরে ধীরে রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেবে। তবে সেটি খুব দ্রুত সম্ভব হবে না বলেও জানিয়েছিলেন তিনি। 

এদিকে জাপান মধ্যপ্রাচ্য থেকেও অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

একে