images

আন্তর্জাতিক

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন, যারা পাবেন এই সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

ইউরোপের দেশ স্পেনে অবস্থানরত পাঁচ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে দেশটিতে অবস্থানের জন্য বৈধ কাগজপত্র প্রদান করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। আজ মঙ্গলবার এই বিষয়ে একটি রয়েল ডিক্রি জারির কথা রয়েছে। এটি হবে দুই দশকের মধ্যে স্পেনের সরকারের নেওয়া অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় পদক্ষেপ। 

কারা পাবেন এই সুবিধা

৩১ ডিসেম্বর ২০২৫ সালের আগে স্পেনে বসবাসরত অভিবাসীদেরকে এই সুযোগ প্রদান করা হবে। যারা নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে স্পেনে টানা পাঁচ মাস থাকার প্রমাণ দেখাতে হবে। 

সরকারের রয়েল ডিক্রি অনুসারে, শর্তপূরণ সাপেক্ষে আবেদনকারীকে প্রথমে এক বছরের প্রভিশনাল রেসিডেন্স পারমিট প্রদান করা হবে। এই রেসিডেন্স পারমিট সরকারের দেয়া শর্ত সাপেক্ষে নবায়ন করা যাবে। কার্ড পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাজের অনুমতিপত্র প্রদান করা হবে। একই সাথে তিনি দেশটির সরকারি স্বাস্থ্য বিমা এবং সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের অন্তর্ভুক্ত হতে পারবেন। 

যা বলছে সরকার

এই সুবিধার আওতায় ঠিক কতো অভিবাসীকে নিয়মিত করা হতে পারে তা এখনো যাচাই করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ধারণা, এই সংখ্যা পাঁচ লাখের বেশি হতে পারে।

সরকারের দাবি, গণহারে নিয়মতিকরণের এই প্রক্রিয়া দেশটির মূলধারার বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা কমিয়ে আনার একটি কার্যকর উপায়। সরকারের ধারণা, দেশে উল্লেখিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় আট লাখ ৫০ হাজার।

নিয়মিতকরণের ফলে শ্রমশোষণ ও রোধ করা যাবে। তাছাড়া আগের বছরের পরিসংখ্যান দেখে সরকার বলছে, এর ফলে দেশের জিডিপি বৃদ্ধি এবং আনুষ্ঠানিক খাতে শ্রমের সংখ্যা বাড়বে। 

মানবাধিকার সংগঠনগুলো সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে স্পেনের আঞ্চলিক ইমিগ্রেশন অফিসগুলো এরইমধ্যে চাপে রয়েছে। নতুন নিয়মিতকরণ প্রক্রিয়া ওই দপ্তরগুলোকে আরো চাপে ফেলতে পারে বলে সরকারকে সতর্ক করছে তারা।


সূত্র: ইনফোমাইগ্রেন্টস


এমএইচআর