images

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ ১০০ কোটি ডলার দিতে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ এএম

গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটির পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিসে’ এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারে প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের জনগণের সাথে মস্কোর বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে যে কোনও প্রচেষ্টাকে মস্কো সর্বদা সমর্থন করেছে এবং অব্যাহত রাখবে’।

তিনি আরও বলেন, ‘আমরা বোর্ড অব পিসের কাজে অংশ নেব কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগেই, রাশিয়া এই সংস্থাকে ১ বিলিয়ন ডলার প্রদান করতে পারে। পূর্ববর্তী মার্কিন (বাইডেন) প্রশাসন কর্তৃক জব্দ করা রাশিয়ান সম্পদ থেকে এই অর্থ নেওয়া যেতে পারে।

মূলত, এই পিস অব বোর্ড গঠনের বিষয়টি ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার অংশ, যা গত বছরের অক্টোবরে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত সংস্থা গাজা পরিচালনা করবে। আর এই বোর্ড একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই শাসনব্যবস্থা তদারকি করবে।

গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে গত বৃহস্পতিবার ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন ট্রাম্প।

জানা যাচ্ছে, ট্রাম্পের এই বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যেই কয়েক ডজন বিশ্ব নেতাকে চিঠি পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সাইপ্রিয়ট রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেস, মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন, গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নওরোকি, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্যে ইতিমধ্যেই প্রকাশ্যে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। 

একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, বোর্ডে যোগদানের বাধ্যবাধকতা নেই - তবে যারা কেবল তিন বছরের সদস্যপদ থাকার পরিবর্তে স্থায়ী সদস্য হতে চান, তাদেরকে এক বিলিয়ন ডলার ফি দিতে হবে।

কর্মকর্তারা আরও জানান, এই অর্থ গাজার পুনর্গঠনে তহবিল যোগাতে সহায়তা করবে। তবে বার্তা সংস্থা রয়টার্সের দেখা চিঠি ও খসড়া সনদের একটি অনুলিপি অনুসারে, এই বোর্ড, যেটিতে ট্রাম্প আজীবন সভাপতিত্ব করবেন, অন্যান্য সংঘাত মোকাবেলায় পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে।

চিঠিতে ট্রাম্প বলেছেন যে বোর্ড "বিশ্বব্যাপী সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পদ্ধতি গ্রহণ করবে"। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দুর্বল করে দেওয়ার শঙ্কা হিসাবে দেখা হচ্ছে, যা বর্তমানে শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

হোয়াইট হাউস জানিয়েছে, এই বোর্ডগুলোর জন্য নির্বাচিতরা কার্যকর শাসন এবং গাজার জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে সর্বোত্তম পরিষেবা প্রদান নিশ্চিত করতে কাজ করবেন। ট্রাম্প সাত সদস্যের শক্তিশালী ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সভাপতিত্ব করবেন যা গাজা পুনর্গঠনের পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দেবে। 

সূত্র: আরটি, বিবিসি


এমএইচআর