images

আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভে প্রাণহানির জন্য ‘ক্রিমিনাল’ ট্রাম্প দায়ী: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

অর্থনৈতিক মন্দার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ উস্কে দেওয়া ও ব্যাপক হতাহতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে ট্রাম্পকে ‌‘ক্রিমিনাল’ বা অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

শনিবার একটি ধর্মীয় ছুটির দিন উপলক্ষে এক ভাষণে সমর্থকদের উদ্দেশ্যে খামেনি বলেন, সাম্প্রতিক ইরানবিরোধী এই ষড়যন্ত্রটি ছিল ভিন্ন। কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েছিলেন| বিক্ষোভ চলাকালীন ইরানি জনগণের উপর হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য আমরা তাকে (ট্রাম্প) ক্রিমিনাল মনে করি।’

তিনি আরও বলেন, ‘এটি ছিল একটি আমেরিকান ষড়যন্ত্র, তাদের লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা... ইরানকে আবার সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যের অধীনে আনা। তবে আল্লাহর ইচ্ছায় ইরানি জাতি অবশ্যই তাদের কোমর ভেঙে দেবে, ঠিক যেমন তারা রাষ্ট্রদ্রোহীদের কোমর ভেঙে দিয়েছে।’

দেশজুড়ে চলা অস্থিতিশীলতায় বিদেশি শক্তিগুলোর সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ করে খামেনি বলেন, ‘বিদেশি-সম্পর্কিত ব্যক্তিরা ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তারা আগুন লাগিয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে। তারা অপরাধ এবং গুরুতর অপবাদ দিয়েছে, যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানকে বিপর্যস্ত করে রেখেছে।’

বিক্ষোভে উসকানিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, তবে আমরা দেশীয় অপরাধীদেরও রেহাই দেব না, আর আন্তর্জাতিক অপরাধীরা আরও খারাপ এবং তাদের শাস্তি থেকেও রেহাই দেওয়া হবে না।’

প্রসঙ্গত, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে এ আন্দোলন শুরু করেন। যা অল্প কয়েকদিনের মধ্যে সহিংস আন্দোলনে রূপ নেয়। প্রায়  গত দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন এই অস্থিরতায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি যদিও ইরান সরকার। তবে নিরাপত্তা কর্মীসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন একজন ইরানি কর্মকর্তা।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ শনিবার জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যু যাচাই করেছে, যার মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী এবং বাকিরা ইরানি নিরাপত্তা কর্মী। এছাড়াও   ২২ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। 

সূত্র: এএফপি, ইরান ইন্টারন্যাশনাল

এমএইচআর