images

আন্তর্জাতিক

মমতার সরকার পালানো দরকার: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারো রাজ্যটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পশ্চিমবঙ্গে মালদায় এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে বাংলা ভাষায় তিনি বলেছেন, ‘এই সরকার পালানো দরকার।’

মুম্বাইয়ের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে (বিএমসি) প্রথমবারের মতো বিজেপির নিরঙ্কুশ জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের জেন জি (জেন-জেড) বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। বাংলার ভোটাররাও এবার বিজেপিকে বেছে নেবেন।’

তৃণমূল সরকার জনগণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সাহায্য বাংলার জনগণের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি জোর দিয়ে বলেন, ‘তৃণমূল পরাজিত হলে এবং বিজেপি ক্ষমতায় আসলেই বাংলায় উন্নয়ন আসবে।’ 

মোদি বলেন, ‘মালদহ তৃণমূলের দুর্নীতির কারণে মার খাচ্ছে। প্রতি বছর এখানে অসংখ্য ঘর নদীতে তলিয়ে যায়। লাখ লাখ মানুষ তৃণমূল সরকারের কাছে আবেদন করছেন, পাড় বাঁধাতে। কিন্তু তৃণমূলের নিজের লোকদের খাতায় ৪০ বার বাঁধের টাকা পাঠানো হয়েছে। যাদের প্রয়োজন নেই, তাদের দেওয়া হয়েছে। যারা সংকটে ছিলেন, তাদের দেয়নি। তৃণমূলের ঘনিষ্ঠেরা পীড়িতদের টাকা লুটেছে। মালদহের মাটিতে বলছি, বাংলায় বিজেপির সরকার হলেই তৃণমূলের এই কালো দুর্নীতি বন্ধ হবে।’

তৃণমূল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ। দুনিয়ার সমৃদ্ধ দেশ, যেখানে টাকার অভাব নেই, তারাও অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। কিন্তু তৃণমূল সরকার থাকতে তা কি সম্ভব? ওরা কি করবে? আপনাদের অধিকার কি রক্ষা করবে? আপনাদের জমি, বোন-মেয়েদের কি রক্ষা করবে? অনুপ্রবেশকারীদের কে বের করবে? তৃণমূলের সিন্ডিকেট বহু বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোটার করার খেলা করছে। ওরা গরিবদের অধিকার ছিনিয়ে নেয়। যুবকদের কাজ ছিনিয়ে নেয়। বোনদের ওপর অত্যাচার করেছে। দেশে সন্ত্রাস, হিংসা আনছে। জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুপ্রবেশকারীদের জোট ভাঙতে হবে। বিজেপি সরকার হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ হবে।’

মোদি আরও বলেন, ‘মালদহে আপনাদের দুঃখ কমাতে এসেছি। এখানে কারখানা হচ্ছে না। কৃষকেরা সুবিধা পাচ্ছে না। মালদহ, মুর্শিদাবাদ থেকে যুবকেরা রুজির জন্য পালাতে বাধ্য হন। রেশম কৃষক, আম কৃষকদের অবস্থা বেহাল। আমচাষীরা বলছেন, চাষের টাকাও ওঠেনি। কারণ, তৃণমূল সরকার এই নিয়ে উদ্যোগ নেয়নি। প্রক্রিয়াকরণ নিয়ে বড় উদ্যোগ নেয়নি। আপনাদের হকের টাকা দেয়নি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার  

এমএইচআর