images

আন্তর্জাতিক

রেকর্ডের পর রেকর্ড গড়ছে স্বর্ণ-রুপা

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

‌ভূ-রাজনৈতিকে উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও নতুন রেকর্ড গড়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ০৪ মিনিটে (ইটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৩৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৬৪১ দশমিক ৪০ ডলারে পৌঁছেছিল।

একই সময় ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৪ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। 

অন্যদিকে বুধবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৮৭ ডলার লেনদেন হচ্ছে, যদিও আগের সেশনে রেকর্ড সর্বোচ্চ ৯২ দশমিক ২৩ ডলার ছুঁয়েছিল। 

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখীতা দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

অ্যালেজিয়েন্স গোল্ডের সিওও অ্যালেক্স এবকারিয়ান বলেন, ‘সব রাস্তাই সোনা ও রূপার দিকে যাচ্ছে, এতে চলতি বছরের প্রথম ত্রৈমাসিক জুড়ে ধাতুগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।’

এছাড়াও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে মঙ্গলবার রাশিয়ান বাহিনী ইউক্রেনে বছরের সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে এবং ইরানে মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। এরমধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সঙ্গে ‘ব্যবসা করছে’ এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই পরিস্থিতিতে স্বণের দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

এমএইচআর