আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত।
বুধবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং পর্যটকসহ সকল ভারতীয় নাগরিককে ‘ক্রমবর্ধমান পরিস্থিতির’ কারণে বাণিজ্যিক বিমানসহ উপলব্ধ পরিবহনের মাধ্যমে ইরান ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।
— India in Iran (@India_in_Iran) January 14, 2026
পৃথকভাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান ভ্রমণ না করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া দিয়েছে।
এরআগে সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দেয়।
প্রসঙ্গত, সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ইরানের সেনাবাহিনী।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারাও সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। এরই মধ্যে কাতারের দোহায় আল উদেইদ বিমানঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।
সূত্র: আলজাজিরা, হিন্দুস্তান টাইমস
এমএইচআর