images

আন্তর্জাতিক

ইরানের পাশে থাকার বার্তা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

অর্থনৈতিক মন্দার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পাশি থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বুধবার (১৪ জানুয়ারি) স্কোতে এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি সম্পর্কে জানতে চাইলে ল্যাভরভ বলেন, ‘দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের জন্য তেহরানের সঙ্গে কাজ চালিয়ে যাবে মস্কো। অন্য কোনও দেশ রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না’।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেল ও অন্যান্য সম্পদের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড দেশটির নিজস্ব ভাবমূর্তি নষ্ট করছে। 

প্রসঙ্গত,  ইরান ও রাশিয়ার সম্পর্ক এক নতুন এবং অত্যন্ত ঘনিষ্ঠ উচ্চতায় পৌঁছেছে। সম্প্রাতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে। এর বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি, যেমন স্পার্টাক সাঁজোয়া যান এবং অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করেছে। এছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে দুই দেশ এখন ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন করছে। 

অন্যদিকে ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা দমনেও রাশিয়া সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা দিচ্ছে এবং মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করছে বলে জানা গেছে। 

সূত্র: রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল