আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় (কেপি) আফগান সীমান্তের কাছে পৃথক বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
কেপি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি প্রদেশের ট্যাংক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে ঘটনো হয়। এতে ঘটনাস্থলেই স্টেশন হাউস অফিসারসহ (এসএইচও) ছয় পুলিশ সদস্য প্রাণ হারান।
অন্যদিকে একই দিনে দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় আরেকটি পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতেও এসএইচওসহ তিন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি জানান, হামলার পরপরই রাজ্যের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। এই সন্ত্রাসবাদবিরোধী অভিযানে অন্তত আটজন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান নাকভি।
এদিকে কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হাত থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকহারে হামলা চালিয়ে আসছে টিটিপি। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ ও সামরিক বাহিনী সদস্যরা তাদের ধারাবাহিক হামলার শিকার হয়েছে।
সূত্র: ডন, আনাদোলু
এমএইচআর