images

আন্তর্জাতিক

সৌদিতে পুরস্কৃত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

এক ওমরাহযাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ পড়তে দেওয়ায় পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি এক পরিচ্ছন্নতাকর্মী। তাকে পুরস্কৃত করেছে মক্কা সিটি কর্পোরেশন।

সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

ওই বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক ওমরাহযাত্রীকে নামাজ আদায়ের জন্য নিজের জায়নামাজ দিচ্ছেন তিনি।

মক্কা সিটি কর্পোরেশন জানিয়েছে, একজন পরিচ্ছন্নতাকর্মীর এমন মহৎ আচরণ এবং হাজিদের প্রতি তার আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। তারা বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর উদারতাকে পবিত্র শহর মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।

তারা আরো বলেছে, দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ এক রূপ। এটি মূলত সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ, যা এই পবিত্রতম স্থানটির প্রধান বৈশিষ্ট্য। পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তার মানবিক আচরণেরও বিশেষ প্রশংসা করেছে মক্কা সিটি কর্পোরেশন।

ভিডিওতে দেখা গেছে, ওই বাংলাদেশি অচেনা ওমরাহযাত্রীকে তার জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন যেন তিনি কাবার ভেতরে নামাজ আদায় করতে পারেন।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও তার প্রশংসা করেছেন। কাবায় প্রতিদিন অনেক কর্মী যে নিরবে সেখানকার মানুষকে সেবা করে যাচ্ছেন সেটিই ফুটে উঠেছে বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর কাজে।

এমএমএস