আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে, আর এতে প্রচণ্ড চটে গিয়ে ইসরায়েলে হামলা করতে পারে তেহরান—এই আশঙ্কায় ইসরায়েল ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে রয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রযটার্সকে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
সাম্প্রতিক কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে তেহরান সরকারকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।
অধিকারকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
সপ্তাহান্তে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত সূত্র ‘সর্বোচ্চ সতর্ক’ বাস্তবে কী বোঝানো হচ্ছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরান ১২ দিনব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

এদিকে, শনিবার এক টেলিফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি ইসরাইলি সূত্র।
তবে এক মার্কিন কর্মকর্তা দুজনের মধ্যে কথা হয়েছে বলে নিশ্চিত করলেও কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানাননি।
-এমএমএস