images

আন্তর্জাতিক

ইরানে মসজিদে আগুন, বিপ্লব-পূর্ববর্তী পতাকা ওড়াল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম

ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন পুরোপুরি সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি একটি মসজিদেও আগুন দিয়েছে। এসময় বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা। খবর মেহর নিউজ এজেন্সি ও নিউইয়র্ক টাইমসের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা মেহর নিউজ এজেন্সির একটি ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীদের দেওয়া আগুনে জ্বলছে একটি মসজিদ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারীও মসজিদে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে জানান।

সংবাদমাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছেন।

Fire

দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা-মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে রাজধানী তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানান, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে, যাদের ‘অধিকাংশই গুলিবিদ্ধ’ হয়ে প্রাণ হারিয়েছেন। হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনও কোনো মন্তব্য করেনি।

এফএ