আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও শহরে কম্পন অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়। গত আগস্ট মাসে পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
সূত্র: ডন
এমএইচআর