images

আন্তর্জাতিক

‘আমি নির্দোষ, আমি আমার দেশের প্রেসিডেন্ট’: নিকোলা মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৬, ১২:০৭ এএম

যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন নিকোলা মাদুরো। বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আমার দেশের প্রেসিডেন্ট।’ একই সাথে তিনি দাবি করেন যে, তাকে জোরপূর্বক ধরে নিয়ে আসা হয়েছে।

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন আদালতে তাদের হাজির করা হয়। এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

মামলার শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন।—সূত্র: আল জাজিরা

/একেবি/