images

আন্তর্জাতিক

বাংলাদেশ মিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাক প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।

সোমবার (৫ জানুয়ারি) দেশটির ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাক প্রধানমন্ত্রী। এসময় তিনি বেগম জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনাও জানান।

এক বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনকালে দর্শনার্থী বইয়ে মন্তব্য লেখেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক বিরোধী দলীয় নেতাও

বাংলাদেশ দূতাবাসে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের আলোচিত রাজনীতিবিদ, সাবেক বিরোধী দলীয় নেতা ও পার্লামেন্ট মেম্বার জমিয়ত উলামায়ে ইসলামের (জেআইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানও। 

সোমবার (৫ জানুয়ারি) তিনি বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন।

S2
বাংলাদেশ মিশনে গিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে দর্শণার্থী বইয়ে মন্তব্য লিখছেন পাকিস্তানের সাবেক বিরোধী দলীয় নেতা ছবি- সংগৃহীত

 এ তথ্য নিশ্চিত করেছেন জেআইউআইয়ের মুখপাত্র আসলাম ঘৌরি।

সাক্ষাৎকালে মাওলানা ফজলুর রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার, শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা এবং দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বেগম জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর সেখানেই মারা যান।

পরদিন বিকেল তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিলিয়ন মানুষের অংশগ্রহণে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ বাদে তাকে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

এএইচ