আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির সরকার যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মেনে চললে দ্বিতীয়বার সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরো ইঙ্গিত দিয়েছেন, যদি কলম্বিয়া ও মেক্সিকো অবৈধ মাদকপথ কমাতে ব্যর্থ হয়, তাহলে সেখানেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, ‘অপারেশন কলম্বিয়া আমার কাছে ভালো শোনাচ্ছে।’
কিউবার কথাও উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র দেশটি ‘স্বাভাবিকভাবেই পতনের পথে রয়েছে।’
ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর গত শনিবার অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তাদের ‘আমেরিকান বিচারের মুখোমুখি' করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে আটক রয়েছেন। সোমবার তাকে আদালতে তোলা হতে পারে। মাদুরোর আটক করার পর ভেনেজুয়েলা গভীর অস্থিরতায় ফেলেছে।
ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন মাদুরোর সরকারের অবশিষ্ট সদস্যদের সঙ্গে কাজ করবে, মাদকপথ বন্ধ ও তেল খাত সংস্কার করার জন্য, তবে নতুন সরকার গঠনের জন্য তাৎক্ষণিক নির্বাচনের পরিকল্পনা নেই।
ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা এখনো ক্ষমতায় আছেন এবং মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আটককে ‘উদ্ধার অপব্যবহার’ বলে অভিহিত করেছেন। দেশটির মন্ত্রী দিয়োসাদো কাবেলো এক অডিও বার্তায় বলেছেন, ‘এখানে একমাত্র প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলাস মাদুরো মোরোস। শত্রুর প্ররোচনায় কেউ যেন ভুল পথে না যায়।’
৬৩ বছর বয়সী মাদুরোর চোখ বাঁধা ও হাতকড়া পড়া ছবি প্রকাশ হওয়ার পর ভেনেজুয়েলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই অভিযান লাতিন আমেরিকায় সবচেয়ে বিতর্কিত সামরিক হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, প্যানামার আগ্রাসনের পর ৩৭ বছরে সর্বশেষ।
ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির প্যাড্রিনো জানিয়েছেন, এই হামলায় সৈনিক, সাধারণ নাগরিক ও মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছেন। কিউবা সরকারের তথ্য অনুযায়ী, অভিযানে দেশটির ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও জ্বালানিমন্ত্রী ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গ্রহণ করেছেন, তবে মাদুরো এখনো প্রেসিডেন্ট বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, রদ্রিগেজ মাদুরোর চেয়ে বেশি মূল্য দিতে হতে পারে যদি তিনি ‘সঠিক কাজ না করেন।’
ট্রাম্প প্রশাসন মাদুরোর আটককে ২০২০ সালে দায়ের করা যুক্তরাষ্ট্রের অপরাধমূলক অভিযোগ অনুযায়ী আইন প্রয়োগমূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। তবে তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার বিশাল তেলভাণ্ডারের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অ্যাক্সেস প্রয়োজন। এছাড়া দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত ভেনেজুয়েলানদের বড় সংখ্যা সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
ভেনেজুয়েলার সরকার বলেছে, ট্রাম্প মূলত দেশের তেল সম্পদ দখলের জন্য এগোচ্ছেন। কাবেলো বলেন, ‘আমরা ক্রুদ্ধ, কারণ সবকিছু প্রকাশিত হয়েছে। তারা শুধু আমাদের তেলই চায়।’
এমআর