images

আন্তর্জাতিক

মার্কিন মিডিয়াকে যা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ভেনেজুয়েলায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও বিভিন্ন প্রশ্নের জবাবে যা যা বলেছেন, তা হলো:

ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে আনার পর তিনি বলেছেন, ‘এই যুদ্ধ ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়’।

ভেনেজুয়েলাবাসী এখন কী করবে, সেটা দেখে তাদের বিষয়ে বিচার বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন অনেককিছু হাতে রেখেছে বলে তিনি জানান।

এবিসি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই হামলার জন্য আগে কংগ্রেসের অনুমোদনের দরকার নেই, কারণ মার্কিন সৈন্যরা সরাসরি সেদেশে আগ্রাসন চালাচ্ছে না।

তিনি আশা প্রকাশ করে বলেন, মাদুরোকে অপসারণের ফলে ভেনেজুয়েলার উন্নতি হবে। কিন্তু তিনি এও বলেছেন, এখানে প্রধান লক্ষ্য হচ্ছে আমেরিকার স্বার্থ।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে তিনি মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ভেনেজুয়েলার সরকারকে বৈধ সরকার বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না। সূত্র: বিবিসি

/এএস