আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। একই সঙ্গে যেকোনো হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি দেশটি চলমান বিক্ষোভের বিষয়ে ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়া বলেছেন, সাম্প্রতিক বিবৃতিগুলো পর্দার আড়ালে ইরানের শত্রুদের মধ্যে সমন্বয় প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘ট্রাম্পের জানা উচিত, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল এবং আমেরিকার স্বার্থের ক্ষতি করবে।’
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে লারিজানি বলেন, ‘আমেরিকান জনগণের জানা উচিত - ট্রাম্প দুঃসাহসিক কাজ শুরু করেছেন। এর প্রতিক্রিয়ায় তাদের সৈন্যদের নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া উচিত।’
মূলত, নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে ইরানের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। আর এই বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। এই পরিস্থিতিতে ইরান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (০২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে— তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে যাবে।’
ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড।’ অর্থাৎ ইরানে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী।
এছাড়াও ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢালছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানি জনগণকে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মোসাদ বলেছে, ‘আপনারা সবাই একত্র হয়ে সড়কে নেমে আসুন। এখনই উপযুক্ত সময়। আমরা আপনাদের সঙ্গেই আছি। বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে’।
এদিকে ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে এবং অনুশোচনাপ্রসূত জবাব দেওয়া হবে।
এক এক্স বাতায় তিনি আরও বলেছেন, ‘ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, বেপরোয়া খেলার মাঠ নয়। ইরানের জনগণ “উদ্ধারের” আমেরিকান ধারণাটি খুব ভালোভাবে জানে - ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত।’
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপমূলক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘ইরানের জনগণের উদ্বেগের অজুহাতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সাম্প্রতিক হুমকি আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানিরা নিজেদের মধ্যে সংলাপ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান করবে। তবে তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরণের বিদেশী হস্তক্ষেপের অনুমতি দেবে না।’
সূত্র: দ্য গার্ডিয়ান, তেহরান টাইমস
এমএইচআর