images

আন্তর্জাতিক

জার্মানিতে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি, ৩০ মিলিয়ন ইউরো লুট

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন–ওয়েস্টফালিয়া রাজ্যের গেলসেনকিয়রখন শহরের একটি ব্যাংকের ভল্টে ঢুকে নগদ অর্থ, সোনা ও গয়না মিলিয়ে প্রায় ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৫০ কোটি টাকা) লুট করেছে একটি ডাকাত দল। 

মঙ্গলবার জার্মান পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে জড়িতরা পেশাদার ডাকাত এবং বড়দিনে দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে ও বহুদিন ধরে পরিকল্পনা করে ব্যাংকে ভেতরের খুঁটিনাটি জেনেই এই ডাকাতি করেছে। গত সপ্তাহে বড় উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় ডাকাতরা কয়েক দিন ধরে ভেতরে অবস্থান করে লুটপাট চালিয়ে থাকতে পারে। সোমবার ভোরে একটি অগ্নি–সতর্কতা সংকেতের পর ঘটনাটি ধরা পড়ে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটি বিশাল ড্রিল মেশিন দিয়ে ব্যাংকের পার্কিং গ্যারাজ থেকে ভল্ট পর্যন্ত গর্ত খুঁড়ে টানেল তৈরি করে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা। ডাকাতি করে সেই পথেই আবার বেরিয়ে গেছে তারা। প্রায় তিন হাজার সেফ ডিপোসিটের বাক্স খুলে তার মধ্যে থেকে অর্থ, গয়না এবং সোনা নিয়ে পালিয়েছে তারা। প্রতিটি বাক্সের গড় বিমা দশ হাজার ইউরো হিসেব করে প্রায় ৩০ মিলিয়ন ইউরোর ডাকাতি হয়েছে বলে মনে করছে পুলিশ। 

এদিকে ঘটনার পর ব্যাংকের সামনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ভিড় জমে। নিরাপত্তাজনিত কারণে শাখাটি বন্ধ রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ হটলাইন চালু করেছে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।

সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে