আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারত চার দিনে তীব্র সংঘর্ষে পর এই প্রথম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এই ধরনের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।
পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিকে সামাজিক যোগোযোগ মাধ্যম এক্সে দেওয় এক পোস্টে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার আয়াজ সাদিক কাছে হেঁটে যান। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়।
#Pakistan's Speaker of the National Assembly @AyazSadiq122 meets #India's External Affairs Minister @DrSJaishankar in Dhaka -- Indian EAM walked to Pakistan's NA Speaker at Khaleda Zia's house and exchanged pleasantries - First high level exchange between Pakistan and India since… https://t.co/mnnJfzdhf1 pic.twitter.com/Y3NM14uHwS
— Anas Mallick (@AnasMallick) December 31, 2025
মূলত, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।
সূত্র: জিও নিউজ
এমএইচআর