images

আন্তর্জাতিক

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি উঠিয়ে দিল ইসরায়েলি (ভিডিও) 

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

অস্ত্রধারী ইসরায়েলি নাগরিক অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার মর্মান্তিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্ত ইসরায়েলি ব্যক্তি একজন রিজার্ভ সেনা ছিলেন এবং ঘটনার পর তাকে সামরিক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত ইসরায়েলি এক ব্যক্তি নিজের এটিভি গাড়িটি নিয়ে নামাজরত ফিলিস্তিনি যুবককে ধাক্কা দেন, যার ফলে তিনি পড়ে যান। পরে চিৎকার করে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলে ওই ইসরায়েলি।

ভুক্তেভোগী ফিলিস্তিনির বাবা মাজদি আবু মোখো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হামলায় তার ছেলের দুই পায়ে ব্যথা পেয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছেন তিনি। 

তিনি আরও দাবি করেছেন, ওই ইসরায়েলি সৈন্যটি তার ছেলের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছিল, যদিও ভিডিওতে তা দেখানো হয়নি।

মোখো অভিযোগ করেন, ‘আক্রমণকারী একজন পরিচিত বসতি স্থাপনকারী। সে গ্রামের কাছে একটি ফাঁড়ি স্থাপন করেছিল এবং অন্যান্য বসতি স্থাপনকারীদের সঙ্গে সে তার গবাদি পশু চরাতে আসে, রাস্তা অবরোধ করে এবং বাসিন্দাদের উত্তেজিত করে। 

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই ইসরায়েলি ব্যক্তিকে গ্রেফতার ও তার অস্ত্র জব্দ করা হয়েছে এবং তাকে ৫ দিনের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছে। 

জাতিসংঘ বলছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে এই বছরটি ছিল সবচেয়ে সহিংস, যা গাজা যুদ্ধ শুরু হওয়া পর থেকে তীব্র হয়েছিল। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবরের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান এবং   বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রাণ হারান। একই সময়ে, ফিলিস্তিনিদের হামলায় ৫৭ জন ইসরায়েলি নিহত হয়েছে।


এমএইচআর