images

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের তেলের ট্যাংকার জব্দ করেছে ইরান, ১৬ নাবিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

পারস্য উপসাগরে কেশম দ্বীপের কাছে চোরাচালানের অভিযোগে ৪০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার জব্দ করেছে ইরান। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের ১৬ নাবিককেও আটক করা হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেসটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি শুক্রবার জানিয়েছেন, গত বুধবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ট্যাঙ্কারটি আটক করে। জ্বালানি চোরাচালান রোধ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজের নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৭ হাজার বিলিয়ন ইরানি রিয়াল (৫০ লাখ ডলার) বেশি মূল্যের জ্বালানিসহ তেল ট্যাঙ্কারটি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হবে এবং ট্যাঙ্কারে থাকা ১৬ জন বিদেশী ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে, তাদের ইতোমধ্যেই বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে আইআরজিসি।

এদিকে জব্দকৃত ট্যাংকারটির নাম বা কোন দেশের এবং আটক ক্রুদের নাগরিকত্বের বিষয়ে কোনও তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট।  

এরআগে গত সপ্তাহে ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার জব্দ করে ইরানি বাহিনী। গত নভেম্বরেও সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি তেলের ট্যাংকার আটক করে ইরান। এছাড়াও গত ১০ আগস্ট পারস্য উপসাগরে চোরাচালানের অভিযোগে ২০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাংকার ও ট্যাঙ্কারের ১৭ নাবিককে আটক করে দেশটি।

সূত্র: প্রেসটিভি

এমএইচআর