আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
ইয়েমেনের পূর্ব হাদরামাউত গভর্নরেটে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউথ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
এসটিসির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম অ্যাডেন ইন্ডিপেনডেন্ট ব্রডকাস্টার (এআইসি) জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) হাদরামাউতের ওয়াদি নাহবে হাদরামি এলিট ফোর্সেসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। হাদরামি এলিট ফোর্সেস এসটিসির একটি অংশ।
প্রতিবেদনে বলা হয়, এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সৌদি আরব এখনো এই ঘটনাবলী সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
বাতা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সৌদি আরবঘনিষ্ঠ এক উপজাতীয় নেতার সংঘর্ষের পরই বিমান হামলা চালানো হয়েছে।
এসটিসির একটি সূত্র এএফপিকে বলেছে, সৌদি আরব ওই এলাকায় দুটি হামলা চালিয়েছে।
এর আগে গত ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির চেয়ারপারসন আইদারুস ইয়েমেনের আল-জুবাইদি হাদরামাউত এবং আল মাহরাহ গভর্নরেটের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন।
তিনি ঘোষণা করেন, পরবর্তী পর্যায়ের পরিকল্পনার মধ্যে রয়েছে- দক্ষিণ ইয়েমেনে ভবিষ্যতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
তবে গতকাল বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডকে ‘অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি’ বলে নিন্দা করে এবং এসটিসিকে দুটি অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানায়।
প্রসঙ্গত, বর্তমানে ইয়েমেনের ক্ষমতায় থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ সৌদি আরব। ইয়েমেনের ক্ষমতাসীন সরকার বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে গঠিত; যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছেন। ইরান-সমর্থিত হুথিদের বিরোধিতাই এই সরকারকে ঐক্যবদ্ধ রেখেছে।
এদিকে, ইয়েমেনে নিরাপত্তা জোরদারে সৌদি আরবের প্রচেষ্টাকে শুক্রবার স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সংঘর্ষে ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিলেও দুই উপসাগরীয় মিত্র দেশ ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করছে।
রিয়াদ বলেছে, চলতি মাসের শুরুর দিকে সৌদি-আমিরাতি সামরিক প্রতিনিধিদল অ্যাডেন সফর করে এবং এসটিসিকে সাম্প্রতিক দখল করা দুই প্রদেশ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায়। সৌদি আরবের উত্তেজনা প্রশমনের উদ্যোগ এখনও চলমান রয়েছে।
সূত্র: তাস, এএফপি
এমএইচআর