images

আন্তর্জাতিক

সিরিয়ার ইমাম আলী মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি মসজিদের ভেতরে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) হোমসের ওয়াদি আল-দাহাব এলাকার ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটে, যেখানে বহু মুসল্লি নামাজ পড়ছিলেন। বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। 

স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এটি সম্ভবত কোনও আত্মঘাতী বোমারু বা সেখানে আগে থেকে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আলেপ্পোতে আল জাজিরার সংবাদদাতা আয়মান ওঘান্না উল্লেখ করেছেন, হোমসে আলাউইত, খ্রিস্টান এবং সুন্নি মুসলমানদের বিভিন্ন জনগোষ্ঠীর বাসস্থান রয়েছে। এই হামলাটি একটি আলাউইত মসজিদকে লক্ষ্য করে করা হয়েছে, যা সারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করে করেছেন তিনি।

ওঘান্না বলেন, এখনো কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সিরিয়ায় সাম্প্রতিক সময়ে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এর কার্যকলাপ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, সরকারি বাহিনী আলেপ্পোর কাছে একটি অভিযান চালিয়ে তিনজন আইএসআইএল সদস্যকে গ্রেফতার করেছে।

গত সপ্তাহে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষীর হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ায় আইএসআইএলের অবস্থানগুলোতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারি বাহিনীও এই হামলায় যোগ দেয়।

সূত্র: মেহের নিউজ, আলজাজিরা

এমএইচআর