আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিদেশি পর্যটকসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি ‘মেডিকেল ইভাকুয়েশন মিশনে’ বা মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।
নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।
তবে তানজানিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে চেক নাগরিকদের পাশাপাশি একজন জিম্বাবুয়ের নাগরিকও ছিলেন।
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার বা ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। আর ৪ হাজার মিটার (১৩,১০০ ফুট) এরও বেশি উচ্চতায় পাহাড়ের বারাফু ক্যাম্প এবং কিবো সামিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।
কিলিমাঞ্জারো আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া সাংবাদিকদের জানান, বিমানটি কিলিমাঞ্জারো এভিয়েশন কোম্পানির, তবে তারা দুর্ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
তানজানিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরিস্থিতি এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ম অনুসারে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করেন, তবে সেখানে বিমান দুর্ঘটনা বিরল। সর্বশেষ ২০০৮ সালের নভেম্বরে একটি দুর্ঘটনায় চারজন মারা যান।
সূত্র: আলজাজিরা
এমএইচআর