images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ এএম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদার দেশটির হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ছয়জন। খবর আল জাজিরার।

বুধবার উত্তর জাবালিয়ায় আয়ূব আব্দেল আয়েশ নাসর নিহত হন, এবং আরও দুইজন আহত হন। খানের ইউনিসের পূর্ব অংশে তিনজন আহত হয়েছেন, এবং মাগাজি শরণার্থী শিবিরে একজন শিশুও গুলিবিদ্ধ হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যব্যবস্থা সংকটাপন্ন এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসেছে ৮৭৫ বার। একই সময়ে, দক্ষিণ গাজার রাফাহে একটি বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়, যেখানে এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। হামাস এই ঘটনার দায় অস্বীকার করেছে।

ইসরায়েলের প্রতিনিধি দল মিসরে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে গাজার শেষ বন্দি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছে। হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইসরায়েলের লঙ্ঘনের প্রতি সতর্ক করেছেন।

হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির শর্ত পূরণ করেছে, কিন্তু ইসরায়েলের হামলা পরবর্তী ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার।

এমআর