আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে মূল্যবান এই ধাতু ইতিহাসের সর্বোচ্চ দর ছুঁয়েছে। একই সঙ্গে রুপা ও প্ল্যাটিনামের দামও ঊর্ধ্বমুখী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ শতাংশ বেড়ে ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে, যদিও সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল।
একই সময়ে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২০ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।
মূলত, সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দুর্বল অর্থনৈতিক ডেটা এবং ফেড কর্মকর্তাদের নরম মন্তব্যের পর ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম পুনরুদ্ধার হয়েছে। বাজার এখন যেকোনো মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম।
এদিকে ভূ-রাজনৈতিক ঝুঁকি, দুর্বল আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে আরবিসি ক্যাপিটাল মার্কেটস তাদের দীর্ঘমেয়াদী স্বণের দামের পূর্বাভাস ২০২৬ সালে গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত করেছে।
অন্যদিকে শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করার ফলে বেড়েই চলেছে রুপার দাম। বুধবার স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে, যদিও সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ স্পর্শ করেছিল এই ধাতু।
একই সময়ে প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৫১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৯৭ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: রয়টার্স
এমএইচআর