images

আন্তর্জাতিক

১৩৫ বিলিয়ন রুপিতে বিক্রি হলো পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

অবশেষে বিক্রি হয়ে গেলো পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সংস্কার করার জন্য র্দীঘদিন ধরে লোকসানে থাকা জাতীয় বিমান সংস্থাটি বিক্রি করতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে টেলিভিশনে লাইভ সম্প্রচারিত নিলামে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির ৭৫ শতাংশ মালিকানার জন্য সর্বোচ্চ ১৩৫ বিলিয়ন পকিস্তানি রুপির অফার দিয়ে বিজয়ী হয় আরিফ হাবিব কনসোর্টিয়াম। 

এদিন নিলামে অংশ নিয়েছিল আরও দুই প্রতিষ্ঠান— লাকি সিমেন্ট কনসোর্টিয়াম এবং এয়ার ব্লু লিমিটেড। 

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেসরকারিকরণ উপদেষ্টা মুহাম্মদ আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আশা করা হচ্ছে আগামী এপ্রিল থেকে নতুন মালিক বিমান সংস্থাটি পরিচালনা করবেন। 

আলী বলেন, মালিকানা হস্তান্তরের মাধ্যম সরকার প্রায় ১০ বিলিয়ন রুপি নগদ অর্থ পাবে এবং প্রায় ৪৫ বিলিয়ন রুপি মূল্যের ২৫ শতাংশ অংশীদারিত্ব ধরে রাখবে।

উল্লেখ্য, একসময় জাতীয় গর্বের উৎস হিসেবে পরিচিত পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা পিআইএ বছরের পর বছর ধরে লোকসান গুনছে, যার পরিমাণ এখন আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি। এতে এর কার্যক্রম অনিয়মিত হচ্ছে এবং এর সুনাম ক্ষুণ্ন হচ্ছে। 

এর আগে গত বছরের নভেম্বরে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ওই সময় মাত্র একটি প্রতিষ্ঠান ছাড়া বিমান সংস্থাটি কিনতে আর কোনো পক্ষই আগ্রহ দেখায়নি। নিলামে অংশ নেওয়া দেশটির রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটি ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়, তবে সরকারের ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় সেই নিলাম বাতিল করা হয়। 

সূত্র: ডন


এমএইচআর