images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ধসে পড়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ব্রিস্টল শহরের সিলভার লেক নার্সিং হোমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, গ্যাসের গন্ধ পাওয়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছান।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই ভবনটিতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়।

এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তবে তারা ভবনের ভেতরে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেন, আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রধান কেভিন ডিপোলিটো জানান, বিস্ফোরণ ও আগুনের মধ্যে উদ্ধারকর্মীরা জানালা, সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের বের করে আনেন। তাদের কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ডিপোলিটো বলেন, এক পুলিশ কর্মকর্তা দুজনকে কাঁধে তুলে চিকিৎসকদের কাছে নিয়ে যান।

তিনি আরো জানান, ধসে পড়া ভবনের বেজমেন্টে কয়েকজন আটকা পড়েছিলেন, যাদের পরে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং সেখান থেকে বড় আকারের আগুনের শিখা বেরিয়ে আসছে।

গভর্নর জজ শাপিরো উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য আশপাশের বিভিন্ন এলাকার কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মানুষ নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এসে সাহায্য করতে এগিয়ে এসেছে। এটাই পেনসিলভানিয়ার রীতি। দুর্যোগের সময় প্রতিবেশী প্রতিবেশীর পাশে দাঁড়ায়।’

শাপিরো আরো বলেন, নিখোঁজ, আহত এবং যেসব পরিবার বড়দিনে প্রিয়জনকে হারিয়ে শূন্যতা অনুভব করবে, তাদের সবার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।

এমআর