আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
মেয়েকে সঙ্গে নিয়ে দেশের একটি পর্যটন অঞ্চলে পাঁচটি নতুন হোটেল উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই হোটেলগুলোকে উত্তর কোরিয়ার জনগণের ‘উদীয়মান মর্যাদার’ স্মারক হিসেবে অভিহিত করেছেন তিনি।
সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রোববার চীনের সীমান্তসংলগ্ন শহর সামজিওনে এই নতুন হোটেলগুলো উদ্বোধন করেন কিম জং উন। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে জু এই, যাকে কিম জং উনের উত্তরাধিকারী ও উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে বিবেচনা করা হয়।
উদ্বোধনের পর হোটেল ঘুরে দেখেন কিম জং উন। এ সময় শয়নকক্ষের বিছানাসহ সবকিছু মানসম্মত কিনা তা পরীক্ষা করেও দেখেন তিনি।
পরিদর্শন শেষে কিম জং উন বলেন, ‘হোটেলগুলো আমাদের জনগণের ক্রমবর্ধমান মর্যাদা এবং আমাদের দেশের উন্নয়ন সম্ভাবনার স্পষ্ট প্রমাণ। উত্তর কোরিয়ার নাগরিকদের পৃথিবীতে ঈর্ষা করার কিছু নেই’।

কেসিএনএর খবর অনুযায়ী, এই নতুন হোটেলগুলোতে বারবিকিউ রেস্তোরাঁ, হট টাবসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, যা ‘আকর্ষণীয় পাহাড়ি পর্যটন রিসোর্ট এবং জনগণের জন্য অবকাশ যাপনের ক্ষেত্র’ হিসেবে গড়ে তোলা হয়েছে।
মূলত, আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেসের আগে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরার চেষ্টা করেছেন কিম। এরই অংশ হিসেবে গত মাসে একাধিক নাগরিক সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। গত সপ্তাহও তিনটি আঞ্চলিক কারখানার উদ্বোধন করেন কিম।
সূত্র: রয়টার্স
এমএইচআর