images

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের কারাগারের চারপাশে কুমির রাখার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

চারপাশে কুমির থাকবে— ফিলিস্তিনিদের জন্য এমন কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভির।

ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েল যে নির্মম আচরণ করে সেটির নতুন সংযোজন তার এ প্রস্তাব। খবর দ্য নিউ আরবের।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ গত রোববার (২১ ডিসেম্বর) জানিয়েছে, বেন গিভির ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এমন প্রস্তাব দিয়েছেন। 

তিনি বলেছেন, ফিলিস্তিনি বন্দিরা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য যেন কুমির বেষ্টিত কারাগার স্থাপন করা হয়।

যদি তার এ প্রস্তাব গৃহীত হয় তাহলে কারাগারটি তৈরি করা হবে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছে হামাত গাদেরে। এটি জর্ডান সীমান্তেরও কাছে।

সেখানে একটি চিড়িয়াখানা আছে। প্রস্তাবে বলা হয়েছে, ওই চিড়িয়াখানার কুমির এনে কারাগারের চারপাশে রাখা হবে। যেখানে ফিলিস্তিনি বন্দিদের আটকে রাখা হবে।

গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কোবি ইয়াকোবির সঙ্গে বৈঠক করেন। তখন এমন ‘হিংস্রতাপূর্ণ’ প্রস্তাব দেন তিনি।

সংবাদমাধ্যমটি বলেছে, বৈঠকে উপস্থিত কিছু পুলিশ কর্মকর্তা তার এ প্রস্তাব নিয়ে হাসাহাসি করলেও; কারা কর্তৃপক্ষ এমন কারাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে।

-এমএমএস