images

আন্তর্জাতিক

লেবাননে চলন্ত গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রাজধানী বৈরুত থেকে প্রায় ৫০ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) দক্ষিণে সিডন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে এই হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা সিডন এলাকায় বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে আঘাত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য এবং অবকাঠামো লক্ষ্য করে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারী তথ্য অনুসারে, এই সংঘাতে কমপক্ষে ৪ হাজার মানুষ নিহত, ১৭ হাজারের বেশি মানুষ আহত এবং প্রায় ১৪ লক্ষ লেবানিস বাস্তুচ্যুত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ২০২৪ সালের নভেম্বরে দুইপক্ষ যুদ্ধবিরতি রাজি হয়। যুদ্ধবিরতির শর্ত অনুসারে, চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু তারা এখনও পর্যন্ত কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। 

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল


এমএইচআর