images

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে গির্জায় নকল বোমা রেখে নাশকতা, ভারতীয় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

সিঙ্গাপুরের একটি গির্জায় নকল বোমা রেখে মিথ্যা সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, গতকাল রোববার আপার বুকিত টিমাহ অঞ্চলের সেন্ট জোসেফ'স গির্জায় এই ঘটনা ঘটে। গির্জার কর্মীরা গির্জা প্রাঙ্গণে একটি সন্দেহজনক ব্যাগ দেখে পুলিশকে খবর। পরে পুলিশ এসে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকাটি ‍ঘিরে ফেলে এবং গির্জার সমস্ত প্রার্থনা বাতিল করে। তবে পরে ওই ব্যগ তল্লাশি চালিয়ে দেখা যায় সেটি ছিল একটি নকল বোমা। 

পরবর্তীতে তদন্তে সোমবার গির্জায় পাওয়া বস্তুর সঙ্গে যোগসূত্র থাকার পর ২৬ বছর বয়সী কোকুলানন্থন মোহনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জাতিসংঘের (সন্ত্রাসবিরোধী ব্যবস্থা) বিধিমালার ৮(২)(ক) ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছে। 

চার্জশিটে বলা হয়, কোকুলানন্থনের বিরুদ্ধে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ১১ টার দিকে গির্জায় পাথরের নুড়ি ভর্তি তিনটি কার্ডবোর্ড রোল রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। কালো এবং হলুদ টেপ ব্যবহার করে একসঙ্গে আটকে রাখা এই রোলগুলো থেকে লাল তার বের হয়েছিল। ফলে দেখে মনে হচ্ছিল যেন ভয়াবহ বিস্ফোরক। 

প্রসিকিউটররা বলেছেন, বস্তুটি ইচ্ছাকৃতভাবে একটি বিস্ফোরক ডিভাইসের মতো করে তৈরি করা হয়েছিল। উদ্দেশ্যে ছিল- গির্জায় আসা মানুষদের জিনিসটি বিস্ফোরিত হতে পারে, যার ফলে আঘাত বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

সোমবার এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ বাহিনী (এসপিএফ) জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, বোমাসদৃশ্য বস্তুটি কোকুলানন্থন বাড়িতে বসে নিজেই বানিয়েছেলেন এবং পুরো পরিকল্পনা একাই করেছিলেন।’

চ্যানেল নিউজ এশিয়া আরও জানিয়েছে, গ্রেফতার কোকুলানন্থনকে মানসিক মূল্যায়নের জন্য তিন সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং ১২ জানুয়ারী তাকে আদালতে হাজির করা হবে। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের জেল বা ৫ লাখ সিঙ্গাপুর ডলার জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

সূত্র: এনডিটিভি

এমএইচআর