images

আন্তর্জাতিক

মস্কোতে গাড়ি বোমা হামলায় জ্যেষ্ঠ রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ তদন্ত কমিটি। 

টেলিগ্রামে এক বিবৃতিতে কমিটি বলেছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নীচে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে রাশিয়ান জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ মারা গেছেন।

কমিটি আরও জানিয়েছে, এই ঘটনায় মস্কোর প্রধান তদন্ত অধিদফতর একটি ফৌজদারি মামলা শুরু করেছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কয়েকটি তত্ত্ব অনুসরণ করছেন। এরমধ্যে একটি হলো- ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থাগুলো অপরাধটি সংগঠিত করেছে কিনা।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ফানিল সারভারভের জন্ম ১৯৬৯ সালের ১১ মার্চ রাশিয়ার পার্ম অঞ্চলের গ্রেমিয়াচিনস্কে। তিনি সামরিক জীবনে বিভিন্ন প্রধান কমান্ডিং পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৫-২০১৬ সালে তিনি সিরিয়ায় সামরিক অভিযানের পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পর্কিত কাজ সম্পাদন করেন। ২০১৬ সালে তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান নিযুক্ত হন।

এরআগে চলতি বছরের এপ্রিলে মস্কো অঞ্চলে এক গাড়ি বিস্ফোরণে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন, যার জন্য রাশিয়া ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে দায়ী করে। 

এছাড়াও গত বছরের ডিসেম্বরে মস্কোতে এক বিস্ফোরণে নিহত হন রাশিয়ার বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। সেই সময়ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে,  ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানেই কিরিলভের মৃত্যু হয়।

সূত্র: আনাদোলু

এমএইচআর