images

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের দিনগণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হিজরি ক্যালেন্ডারের সপ্তম ও ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম— রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২১ ডিসেম্বর) থেকে দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা করা হবে। 

ইসলামে এই রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের মধ্যে অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং পুরো রজব মাসজুড়ে বরকতের দোয়া পড়তেন। 

এদিকে রজব এবং শা'বান উভয় মাসই তাদের স্বাভাবিক নিয়ম অনুসারে ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়, তাহলে রমজান মাস প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশের আকাশে চাঁদ একদিন পর দেখা যায়। ফলে রমজান মাস শুরু ও ঈদুল ফিতর পালনের তারিখও একদিন পিছিয়ে যায়। এক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি।

সূত্র: গালফ নিউজ

 

এমএইচআর