আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।
ব্রিফিংয়ে দুজারিক বলেন, মহাসচিব বাংলাদেশের প্রতিবাদী যুব নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করার আহ্বান জানান তিনি।
ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা কমানোর এবং সর্বাধিক সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান ভলকার তুর্ক এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জেনেভা থেকে এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আমি হাদিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার এবং আরও সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তার কার্যালয় কর্তৃপক্ষ এবং সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান হাইকমিশনার।
এমএইচআর